Skip to main content

সন্তোষপুর আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৯৩
MPO কোডঃ ৮৮০৬২০১৩০৪EIIN নংঃ ১২২৩৮০

আমাদের সম্পর্কে

সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম। বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন ব্যাপারীঢ় হাট ডাকঘরের অন্তর্গত সন্তোষপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এলাকার নাম অনুসারে প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আলী হোসেন সরকার।

বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যারা সক্রিয় ভূমিকা পালন করিয়াছিলেন তাহারা হইলেনঃ

  • মরহুম আলী হোসেন সরকার
  • মোঃ আজহার আলী (বি.এস.সি)
  • মরহুম আলহ্বাজ মোঃ কাশেম সরকার
  • মরহুম আব্দুল খালেক (ডাক্তার)
  • মরহুম মকবুল হোসেন সরকার
  • আলহ্বাজ মোঃ সেকেন্দার আলী
  • আলহ্বাজ মোঃ খলিলুর রহমান
  • আলহ্বাজ মোঃ লাল মামুদ রহমান

এছাড়া এলাকার সকল গণ্যমান্য এবং সাধারণ নাগরিকগণ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন।

তাহাদের ইচ্ছা ছিল এলাকার গরীব-দুঃখি ও অবহেলিত সমাজকে সুশিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। তাহাদের ঐকান্তিক বাসনা আজ বাস্তবে পরিণত হয়েছে। প্রতিবৎসর এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করিয়া উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

আপনার সন্তানের জন্য আমাদের বিদ্যালয়টি একটি উপযোগী শিক্ষাকেন্দ্র হবে বলে আমরা আশাবাদী।

আমাদের মিশন

আমাদের ভিশন

আমাদের অর্জন সমূহ

প্রধান শিক্ষকের বাণী

আববাছ আলী

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার মাধ্যমে মানুষ বর্বরতার যুগকে পেরিয়ে আধুনিক সভ্যতার যুগে তথা আধুনিক প্রযুক্তির নেটওয়ার্কে পদার্পন করেছে। আধুনিক বিশ্বায়নের যুগে শিক্ষাকে আর গতিশীল ও প্রাণবন্ত করা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদেরকে যদি নৈতিক শিক্ষাসহ দক্ষ

সভাপতির বাণী

mujib

শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। সুতরাং শিক্ষার উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার সহযোগিতা প্রদান করাই আমার লক্ষ্য।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত

লোকেশন